গুরুগ্রাম থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, গ্রেফতার অভিযুক্ত

শেখ সাদ্দাম,হরিশ্চন্দ্রপুরঃ মালদার হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় হরিয়ানার গুরুগ্রাম থেকে অপহরণ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করা হল। দীর্ঘ পাঁচ মাস পর বাড়ি ফিরল নাবালিকা। মেয়েকে কাছে পেয়ে স্বভাবতই কান্নায় ভেঙে পড়লেন মা।

পুলিশ সূত্রে খবর,  হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাগমারা গ্রামে ওই নাবালিকার বাড়ি। ছোট থেকেই দিদার বাড়ি বেজপুরা গ্রামে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত সে। দশম শ্রেণীর এই ছাত্রী পাঁচ মাস আগে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করে বেজপুরা এলাকার কাশিম আলী (২৫) নামে এক যুবক বলে অভিযোগ। ওই নাবালিকাকে অপহরণ করে এলাকা ছাড়া হয়ে যায় যুবক। মেয়েটির পরিবার থেকে অপহরণ করা হয়েছে মেয়েকে বলে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরই তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন সূত্রে মেয়েটির খোঁজ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ টিম হরিয়ানা রওনা হয়। সেখানে গুরুগ্রাম পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সেই এলাকা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতারও করে। ইতিমধ্যে ওই দুজনকে হরিশ্চন্দ্রপুর থানায় আনা হয়েছে।

Latest articles

Related articles