জম্মু: কপ্টার দুর্ঘটনা।কাঠুয়ায় রঞ্জিত সাগর বাঁধের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপটার। ভারতীয় সেনার কপ্টার এটি। বাঁধের উপ দিয়ে যাচ্ছিল চপারটি। সেখানে হঠাত্ ভেঙে পড়ে সেটি। উদ্ধারকাজে ছুটেছে নিরাপত্তাবাহিনী। কপ্টারে কতজন ছিলেন, তাঁদের হাল হকিকত সম্পর্কে জানা যাচ্ছে না কিছুই। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে নেমেছে। বিস্তারিত আসছে একটু পরেই।
Popular Categories