“কিছু সাহায্য করুন” বাসে পোস্টার বাস মালিকদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n295308506537b2f282a0e43c3e727aa113b251e0905c5fdb7c5163f8c580e47c129794b14

৫০ শতাংশ যাত্রী নিয়ে রাস্তায় সরকারি ও বেসরকারি বাস চলাচলের সম্মতি দেওয়া হলেও, পথে বেড়িয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী দের। এই সমস্যার সমাধান চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করা হলেও কোনো সমাধান সূত্র খুঁজে পাননি বেসরকারি বাস মালিক সংগঠন গুলি। এছাড়াও, সময়ের এগোনোর সঙ্গে সঙ্গে মহার্ঘ্য হয়েছে জ্বালানির দাম। এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিল বাস মালিক সংগঠন গুলি ।

১লা জুলাই থেকে রাজ্য সরকার করোনা বিধিনিষেধ শিথিল করে সরকারি ও বেসরকারি বাস চলাচলের অনুমতি দিলেও পেট্রোল ডিজেলের মুল্য বৃদ্ধির জন্য রাস্তায় বাস নামাইনি বাস মালিকেরা। তাদের দাবি ছিল যাত্রীদের ভাড়া বৃদ্ধি করতে হবে। ফলে আজ দূরপাল্লার কিছু বাস পথে নামলে ও তাতে যাত্রীদের কাছে সাহায্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাস গুলির কাঁচে পোস্টার দেওয়া হয়েছে যাত্রীদের উদ্দেশ্য, যেখানে লেখা রয়েছে ভাড়ার সাথে কিছু বারতি অর্থ দিয়ে যেন সাহায্য করেন তারা। ফলে বাস মালিকদের এই অভিনব প্রতিবাদে যাত্রীদের কাছে সম্পুর্ন সাড়া না পাওয়া গেলেও কিছু কিছু যাত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই জানাচ্ছেন বাস কর্মীদের একাংশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর