সিটি হোটেলের ঠিক সামনে এক ট্রাকের চাকার নিচে স্কুটার পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলে ৩ জনের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। এই দুর্ঘটনার পর আশপাশের লোকজন অবিলম্বে জমায়েত করে এবং যান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এয়ারপোর্টের তিন নম্বর গেটের কাছে সিটি হোটেলের সামনে স্কুটির পেছনে একটি ট্রাকের ধাক্কায় এক পরিবারের—মধ্যবয়সী বাবা-মা ও প্রায় ১৬-১৭ বছর বয়সী কিশোরী—মৃত্যু ঘটে। আহতদের বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাদের মারা গিয়েছে বলে খবর পাওয়া যায়। পুলিশ অভিযুক্ত ট্রাকটিকে আটক করে।
শুক্রবার রাতেও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগরের কাছে ১৯ বছর বয়সী সায়ন্তন সরকার, বরাহনগরের বাসাকবাগানের বাসিন্দা, বান্ধবীর সঙ্গে দেখা করতে বের হলে দুর্ঘটনায় নিহত হন। ফেরার পথে, ওই যুবক তার বাইকের গতি বাড়িয়ে দুটি লরিকে পার করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে যান। তাঁর দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল।
এই ভয়াবহ ঘটনা সড়ক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার গুরুত্ব আবারও চিহ্নিত করে, যেখানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।