Asansol: ঘুর্ণিঝড় ‘জাওয়াদ’-এ ক্ষয়ক্ষতি রুখতে চন্দ্রচূড় মন্দিরে পুজো ভক্তদের

উজ্জ্বল দাস,আসানসোলঃ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এ ক্ষয়ক্ষতি রুখতে ঈশ্বরের দ্বারস্থ হল এলাকার মানুষ। এই দৃশ্য দেখা গেল আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। শুক্রবার প্ল্যাকার্ড হাতে নিয়ে জাওয়াদ-এ যাতে ক্ষয়ক্ষতি না হয়, তারজন্য মন্দিরে ভক্তরা পুজো দিলেন। সব মিলিয়ে এলাকার মহিলা ও পুরুষেরা একজোট হয়ে জাওয়াদ-এ ক্ষয়ক্ষতি রুখতে চন্দ্রচূড় মন্দিরে পুজো দিলেন।

এই মন্দিরে পুজো দিতে এসে স্বপ্ন মুর্মু নামের এক ব্যক্তি জানান, এই ঝড়ের প্রভাব যাতে কম পড়ে, মানুষের মঙ্গল হয়। সেই জন্যই চন্দ্রচূড় মন্দিরে প্রার্থনা করতে এসেছেন তিনি।

আর এক ভক্ত গৌরাঙ্গ পাল জানিয়েছেন, আগের ঘূর্নিঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে। এবার যাতে ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য প্রার্থনা করতে এসেছেন।

Latest articles

Related articles