ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবীটা খুব পুরনো নয়। ২০১৪ সালের পর থেকে সেটার বৃদ্ধি উত্তরোত্তর। এবার তাতে যোগ হল সাধু আচার্য মহারাজের নাম। সে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন, আগামী ২ অক্টোবরের মধ্যে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে ঘোষণা করতে হবে। ওই দিনটি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিন হিসেবে ঘোষণা করার জন্য বেছে নেন। সে আরো দাবি জানায়, কেন্দ্রীয় সরকারকে ভারতে বসবাসকারী সমস্ত মুসলিম ও খ্রিস্টানদের নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করতে হবে।
অযোধ্যার এই প্রভাবশালী কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেয়, ২ অক্টোবরের মধ্যে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করা না হলে সরযূ নদীতে গিয়ে জলে ডুবে মরার পথ বেছে নেবেন।
সাধুর এই মন্তব্যের পরে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।