নন্দীগ্রাম থেকে মমতা ব্যানার্জিকে খালি হাতেই ফেরাবো; হুংকার শুভেন্দুর

শুধু নন্দীগ্রাম থেকেই লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা হতেই পাঁশকুড়া থেকে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভয় পেয়েছেন বলেই নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন,মন্তব্য শুভেন্দুর। কিন্তু ভবানীপুরে যে ভোটে হারতেন, তার ৩ গুণ ভোটে হারিয়ে মুখ্যমন্ত্রীকে কলকাতায় ফেরত পাঠাবেন বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু।

 

শুক্রবার কালীঘাট থেকে ঘোষণা হয়েছে তৃণমূলের ২৯১ আসনের প্রার্থী তালিকা। তালিকার সব থেকে বড় চমক, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেনা গণ্ডি ছাড়িয়ে এ বার শুধুমাত্র নন্দীগ্রাম থেকেই লড়বেন। এই নিয়েই শুভেন্দু বলেন, “তৃণমূল নেত্রীকে এ বার এক্কেবারে খালি হাতেই ফিরতে হবে কলকাতায়।’’

Latest articles

Related articles