ভুয়ো ভ্যাকসিনকান্ডের পান্ডা ভুয়ো IAS দেবাঞ্জন দেবের পর সামনে এসেছে নকল ভিজিল্যান্স অফিসারের গ্রেফতার হওয়ার ঘটনা। নীল বাতি গাড়ি ও ভিআইপি স্টিকার লাগিয়ে ধরা পড়েছে ভুয়ো ভিজিল্যান্স অফিসার আসিফুল হক।
আর এবার প্রতারক ঠেকাতে কড়া পদক্ষেপ লালবাজারের। নীলবাতি লাগানো গাড়ি বা গাড়িতে ভিআইপি স্টিকার লাগানো থাকলে তা নিয়ে সন্দেহ হলেই খতিয়ে দেখা হবে কাগজপত্র। গাড়িতে যিনি থাকবেন তার পরিচয় পত্র দেখার নির্দেশ লালবাজারের। পরিচয় পত্র খতিয়ে দেখার নির্দেশ সব ট্রাফিক গার্ডকে।
পাশাপাশি পুলিশ লেখা গাড়ির ক্ষেত্রেও একইভাবে নজরদারি চালানো হবে বলেও সব ট্রাফিক গার্ডকে নির্দেশ দিল লালবাজার। সন্দেহ হলেই যোগাযোগ করতে হবে স্থানীয় থানার সঙ্গে দেবাঞ্জন কান্ড থেকে শিক্ষা নিয়ে এবার এরকমই নির্দেশ দিল লালবাজার।