এনবিটিভি ডেস্ক, বসিরহাট: কয়েকদিন আগেই মেদিনীপুরে অমিত শাহের মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তর ২৪ পরগণা জেলা শিক্ষা কর্মাধক্ষ তথা বসিরহাটের প্রতাপশালী নেতা ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। উল্লেখ্য দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তিনি দল ত্যাগ করেন। এদিন হাসনাবাদে বাবুমাস্টারের গড় মডেল ভবানিপুর ফুটবল মাঠে বঙ্গধ্বনি যাত্রা মঞ্চ থেকে বাবু মাস্টারকে হুশিয়ারি দিলেন বসিরহাট উত্তরের চেয়ারম্যান এটিএম আব্দুল্লা রনি। নাম না করে তিনি বলেন, “উনি যদি ইট মারেন আমরা দাঁত ভাঙব” একইভাবে বিষ্ফোরক মন্তব্য করেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল। তিনি বলেন, বাবু মাস্টার বিজেপিতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিজেপির বৃহৎ একাংশ বিজেপি ছাড়ার কথা বলেছেন। বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম বাবু মাস্টারের বিরুদ্ধে স্বৈরাচারিতা নিয়ে প্রশ্ন তোলেন। উপস্থিতছিলেন হাসনাবাদ বিধানসভার সভাপতি এসকেন্দার গাজী, আখের আলী প্রমুখ।
Related articles