
বিজেপি শাসিত রাজ্যে বুলডোজারটাই যেনো প্রতিহিংসার অস্ত্র হয়ে উঠেছে। বারবার বুলডোজার পিষ্ট করে দমন করা হচ্ছে, সাধারণ মানুষের মৌলিক অধিকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে, শুধুমাত্র সন্দেহের বসে গুড়িয়ে দেওয়া হল ভারুচের করেলি গ্রামের এক বাসিন্দার বাড়ি। ইতিমধ্যে পুলিশ বুলডোজার চালকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে।

বেচার থানা মারফৎ জানা যাচ্ছে, গ্রামের এক যুবক পালিয়ে যায় এক মহিলাকে নিয়ে, শুধুমাত্র সন্দেহবশত গ্রামের ছয় ব্যক্তি বুলডোজার নিয়ে তার বাড়ি গুড়িয়ে দেয়। এরপর ২২ শে মার্চ যুবকের মা, বুলডোজার চালকসহ গ্রামের ছয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে পুলিশি তৎপরতা দেখা যায়।