যশোরের চৌগাছায় বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু ৷

 

মো সোহাগ
যশোর প্রতিনিধি

চৌগাছায় খালাবাড়িতে বেড়াতে এসে বাজ পড়ে আশারন খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে।
আশারন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
সে ওই গ্রামের স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে চৌগাছা হাসপাতালে এসে জানান বাবা জাহাঙ্গীর হোসেন।
সোমবার দুপুর একটার পর বৃষ্টির সময় উপজেলার স্বরূপদাহ পশ্চিমপাড়া গ্রামে বাজ পড়ার ঘটনাটি ঘটে।
রবিউল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কয়েকদিন আগে তার ভাই চঞ্চলের ভায়রার মেয়ে আশারন তার খালার বাড়ি বেড়াতে আসে। সোমবার বেলা একটার দিকে পুকুরে গোসল করবে বলে সে বাড়ির পাশের একটি প্রাচীরের ওপরে বসে ছিল। এসময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তার গায়ে বাজ পড়লে সে প্রাচীর থেকে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী বেলা পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়।

Latest articles

Related articles