মালাদায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত ১

মালদাঃ-লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক মটরবাইক চালকের।গুরুতর আহত আরো দুজন।ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ রতুয়া-১ নং ব্লকের ভাদো পেট্রলপাম্প সংলগ্ন রতুয়া চাঁচল রাজ্য সড়কে।

পুলিশ সূত্রে জানা যায় মৃত্যু ব্যক্তির নাম হাবিবুর রহমান (২৪)। বাড়ি রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের বিহারী গ্রামে। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।আহত দুই যুবককে স্থানীয়রা রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানা যায় রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ একজন সাইকেলে ও দু’জন বাইকে করে ভাদো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন,সেইসময় আচমকা সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং বাইক চালক ছিটকে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে রতুয়া থেকে আগত সামসীরগামী একটি পণ্যবাহী লরি দ্রুত গতিতে আসছিল ।ঘটনাস্থলে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই বাইক চালকের। লরি চালককে আটক করেছে পুলিশ।

Latest articles

Related articles