
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে কেন্দ্রীয় সরকারের নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে ছাত্র ও যুব সমাজ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। মঙ্গলবার বিকেলে ধুলিয়ান গঙ্গাঘাট থেকে পুরানো ডাকবাংলা বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ‘ঐক্যবদ্ধ এনজিও’-র সদস্যসহ বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার ছাত্র ও যুব অংশগ্রহণ করেন এবং বিক্ষোভকারীদের মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায়।
সামসেরগঞ্জ থানার পুলিশের কড়া নজরদারি দেখা যায় এই মিছিলের ওপর তবে ‘ঐক্যবদ্ধ এনজিও’-র সদস্যদের কারণে মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, বিতর্কিত ওয়াকফ আইন অবিলম্বে প্রত্যাহার করার কথা এবং যদি এই আইন বাতিল না হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন করবেন তারা। শেষে বিডিও অফিস ময়দানে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়।