উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোলের কন্যাপুরে ব্রেইল একাডেমীতে সোলার ডিসি কুকিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।বুধবার এই সিস্টেমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি।
দুর্গাপুরের CMERI এর উদ্যোগে এই সোলার ডিসি কুকিং সিস্টেমটি বসানো হয়েছে।জানা গিয়েছে দুর্গাপুরের CMERI এর উদ্যোগে সোলার ডিসি কুকিং সিস্টেমটি তৈরি করা হয়েছে।এই কুকিং সিস্টেমটি পুরোটায় সোলারের মাধ্যমে চলবে।সোলার প্যানেলটি বাইরে বসানো হয়েছে এবং ভেতরে ব্যাটারি চার্জের মাধ্যমে ওভেনটি জ্বলবে।এরফলে খুব কম সাশ্রয়ে রান্না করা হবে।এই সিস্টেমটি আসানসোলের কন্যাপুরে ব্রেইল একাডেমীতে বসানো হলো।এদিনের অনুষ্ঠানে ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি ছাড়াও আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সৌমাত্মানন্দী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।