
বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে এক যুবতী, বৃদ্ধ ব্যক্তিকে মারধর করছে। এই ঘটনার ভিডিও গতকাল থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে। ঘটনাটির ভিডিও, ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে যুবতীর প্রশংসা করেছেন।
আসলে ঠিক কি ঘটেছিল?

সূত্র মারফত জানা যাচ্ছে, নির্যাতিত এই বৃদ্ধর নাম শফিকুল ইসলাম ওরফে কালু। ফারাক্কা থানার তোফাপুর গ্রামের বাসিন্দা তিনি। পেশায় তিনি আয়ুর্বেদিক চিকিৎসক। গতকাল ধুলিয়ান স্টেশন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে রওনা দেন এই বৃদ্ধ চিকিৎসক। আয়ুর্বেদিক চিকিৎসক শফিকুল ইসলামের বয়ান অনুযায়ী, পথে আচমকাই ফোন কেড়ে নেওয়া হয় তার। যুবতী দাবি করে, বৃদ্ধ ব্যক্তিটি তার ভিডিও করছে। শুরু হয় মার, অকথ্য গালিগালাজ। বৃদ্ধ অভিযোগ করে, স্বপক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি তাকে। তিনি এও দাবি করেন, দাড়ি দেখার কারণে হয়তো এমন হেনস্থা করল যুবতী।
এরপর জিআরপিএফ এর হেফাজতে দেওয়া হয় এই বৃদ্ধ চিকিৎসককে। জিআরপিএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, কোনরকম অসঙ্গতি না পাওয়ায়, বৃদ্ধকে মোবাইলসহ বাড়ি পাঠিয়ে দেয়।
এই ঘটনা কে কেন্দ্র করে সমাজমাধ্যমে বৃদ্ধ চিকিৎসকের পক্ষে সমবেদনা জানিয়েছেন অনেকে, আবার নেটিজেনদের একাংশ নিয়েছে যুবতীর পক্ষ।