Sunday, February 23, 2025
25 C
Kolkata

মরুভূমির শুষ্ক পরিবেশকে আরো বেশি উত্তপ্ত করছে, ভারত পাকিস্তান সংঘর্ষ

কারগিল সীমানা হোক বা ২২ গজের ক্ষেত্র, ভারত বনাম পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। আবারো ২২ গজের রণক্ষেত্রে মুখোমুখি দুই দেশ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিযোগিতা। ২০২৫ এ প্রতিযোগিতা আয়োজককারী দেশ পাকিস্তান। ফলত ক্রিকেট অনুরাগী, এবং স্পোর্টস মিডিয়া সহ গোটা বিশ্বের নজর এখন পাক ভূমিতে। তবে পাকিস্তানের এই সাজো-সাজো রবে খানিক জল ঢেলেছে বিসিসিআই। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে খেলতে যাবে না ‘ব্লু ব্রিগেড’। ভারতীয় খেলোয়াড়রা বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। যার ফলে ভারতের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আরবের মাটিতে।

ইতিমধ্যে আরবের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেট এর ব্যবধানে জয়লাভ করেছে ভারত। নিঃসন্দেহে এই জয় ভারতীয় দলে উপস্থিত প্রত্যেকটি খেলোয়াড়ের মনে আত্মবিশ্বাস জোগাবে। এরপর রবিবার আরবের মাটিতে আয়োজিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ। ১৪৩ কোটি মানুষের টানটান উত্তেজনা এবং চূড়ান্ত প্রত্যাশা ভার কি নিতে পারবে, ব্লু ব্রিগেডের সেরা ১১? এ নিয়ে উঠছে  প্রশ্ন।

তবে এনবিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি জানিয়েছেন, আগামী ভারত পাকিস্তান ম্যাচে ভারতের দিকের পল্লা বেশি ভারী। ১০ এর মধ্যে তিনি ভারতীয় দলকে ৯ এবং পাকিস্তান দলকে ৬ দিয়েছেন। তিনি গ্রাউন্ড পিচ এনালিসিস করে জানিয়েছেন, “দুবাই স্টেডিয়ামের পিচ লোয়ার সাইড। কাজেই স্লো উইকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড হাফে বল টার্ন হতে পারে।” এই ধরনের পিচে  মূলত স্পিনাররা লাভবান হয়ে থাকেন। যদিও ভারত বাংলাদেশ ম্যাচে ভারতীয় পেসার মোহাম্মদ সামি দুরন্ত পারফরম্যান্স করে মুগ্ধ করেছে সকলকে। বিরাট কোহলির খেলা প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে সম্মরণ ব্যানার্জি জানান, “বিরাট কোহলি অনেক বড় খেলোয়াড়। তার প্রত্যাবর্তনের জন্য একটা বড় রান যথেষ্ট। তবে ইদানিং বিরাট কোহলিকে স্পিনারের বিপক্ষে সাবলীল মনে হচ্ছে না। মূলত লেগ স্পিনারের বল খেলতে তার সমস্যা হচ্ছে। একটা বড় ইনিংস বিরাটের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।”

Hot this week

আরবিআই-এর নির্দেশিকা লঙ্ঘন: সিটি ব্যাঙ্কসহ তিন সংস্থার বিরুদ্ধে জরিমানা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সম্প্রতি সিটি ব্যাঙ্ক, আশীর্বাদ ক্ষুদ্র...

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

অধিকার বুঝেনিতে সরব আদিবাসীরা দেউচাপাঁচামির খনি থেকে মোটা টাকা উপার্জন করতে মরিয়া শাসক 

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সবচেয়ে বড় কয়লা খনি হিসেবে বিবেচিত...

Topics

আরবিআই-এর নির্দেশিকা লঙ্ঘন: সিটি ব্যাঙ্কসহ তিন সংস্থার বিরুদ্ধে জরিমানা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সম্প্রতি সিটি ব্যাঙ্ক, আশীর্বাদ ক্ষুদ্র...

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

Related Articles

Popular Categories