অন্যায় বরদাস্ত করা যাবে না, আম্ফান দুর্নীতি নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা ব্যানার্জি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200716-WA0001

এনবিটিভি: প্রায় একশো শতাংশ ক্ষেত্রে আমপান-ক্ষতিপূরণের টাকা লোকে পেয়ে গিয়েছে বলে বুধবার দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণ বিলি নিয়ে চলতি বিতর্কের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, অন্যায্য কোনও কাজ বরদাস্ত করবে না সরকার। ‘একটু আধটু’ ভুলের কারণেই স্বল্প সংখ্যক মানুষ ক্ষতিপূরণের টাকা পাননি বলেই মনে করছে সরকার।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমপান থেকে শুরু করে পরবর্তী বন্যা আসছে। যারা এখনও বঞ্চিত হয়েছে, বেশি নয়, অল্প কিছু আছে, তাদের ন্যায্য দিয়ে দিন। কিছু লোক আছে সারাক্ষণই কাজকর্ম নেই, সরকারের ভাল কাজ চোখে দেখতে পায় না। ৯৯ শতাংশ জায়গায় লোকে পেয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে করতে গিয়ে কোথাও কোথাও একটু-আধটু ভুল হয়েছে কারও কারও জন্য। সেটাকেও ডিএম-দের বলা হয়েছে, দেখে নিয়ে আসল কেস থাকলে করে দিতে। এখানে সমঝোতা করা হবে না।‘’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর