উজ্জ্বল দাস, আসানসোলঃ বার্নপুর ঘটনার প্রতিবাদে আসানসোলের রবীন্দ্রভবনের সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। বৃহস্পতিবার INTTUC নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অটোর জন্য পৃথক রুট ঠিক করতে হবে। জানা গিয়েছে, বুধবার বার্নপুর বাস স্ট্যান্ডের সামনে যাত্রী তোলা নিয়ে বাস কর্মী ও টোটো চালকের মধ্যে বচসা ও মারামারির ঘটনা ঘটে।এদিন এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রভবনের সামনে এই বিক্ষোভ দেখানো হয়। অটো চালক এবং INTTUC নেতা রাজু আলুওয়ালিয়ার দাবি, অবিলম্বে অটোর জন্য পৃথক রুট করতে হবে।