অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন ইসলামপুর থানার ওসি মোঃ খুরশিদ আলম

এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন ইসলামপুর থানার ওসি মোঃ খুরশিদ আলম। আবারও মানবিকতার নজির গড়লেন মুর্শিদাবাদের ইসলামপুর থানার ওসি মোঃ খুরশিদ আলম। শনিবার ইসলামপুর থানার চক ইসলামপুরের বাসিন্দা সহাদেব গুই ওই ব্যক্তি মাস দুয়েক আগে স্ট্রোক হয়। তারপর থেকেই চোখে কম দেখতে পান সহাদেব গুই। চিকিত্‍সা করতে করতে তার অর্থ সব ফুরিয়ে গিয়েছে আর চিকিত্‍সা করার মতো তার সামর্থ্য নেই। অসুস্থ ব্যক্তি জানতে পারে ইসলামপুর থানার ওসি মোঃ খুরশিদ আলম দু:স্থ পরিবারদের সাহায্য করেন। তারপর ইসলামপুর বাজার সমিতির সদস্যদের কে তার সমস্যার কথা বলেন ওই অসুস্থ ব্যক্তি। বাজার সমিতির সদস্যরা সঙ্গে সঙ্গে শনিবার রাতেই ইসলামপুর থানার ওসি মোঃ খুরশিদ আলমের কাছে হাজির হন।

তারপর ওসিকে পুরো বিষয়টি জানানোর পর সঙ্গে সঙ্গে ৬০০০ টাকা তুলে দেন সহাদেব গুই এর হাতে। অসুস্থ ব্যক্তি থানার ওসির কাছে সাহায্য পেয়ে খুবই আনন্দিত। বাজার সমিতির সদস্যরা বলেন আমাদের থানার ওসি মোঃ খুরশিদ আলম প্রায় দিন দু:স্থ অসহায় ব্যাক্তিদের সাহায্য করে থাকেন। আমাদের থানায় এইরকম ওসি সাহেবকে পেয়ে আমরা গর্বিত।

Latest articles

Related articles