৬ মাসে পশ্চিম তীর থেকে থেকে ৭৭৪০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল

গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিমতীর অঞ্চল ও পূর্ব জেরুসালেম থেকে  ৭,৭৪০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

শনিবার একটি যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দী কমিশন ও কয়েকটি সংগঠন।

বিবৃতিতে জানানো হয়, বন্দীদের তাদের বাড়ি, চেকপোস্ট থেকে আটক করা হয়েছে। কাউকে জোরপূর্বক হুমকির মুখে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে।

গত শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত শুধু পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকেই ১৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইল। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিহত মুজাহিদ বারাকাতের পরিবারের সদস্যরাও আছে। এছাড়া পূর্বে মুক্তি পাওয়া কিছু ব্যক্তিকেও পুনরায় গ্রেফতার করা হয়েছে।

হেব্রন, রামাল্লাহ, বেথলেহেম, তুবাস, নাবলুস ও জেরুসালেম সহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

Latest articles

Related articles