ইজরাইলকে স্বীকৃতি দেওয়ার পথে মুসলিম বিদ্বেষী হাসিনা, সন্তোষ প্রকাশ করল ইজরায়েল

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের ভূখণ্ড পশ্চিমা মনিবদের সহযোগিতায় অবৈধ ভাবে দখল করে তৈরি হয়েছে ইসরাইল। নিত্যদিন নিরীহ ফিলিস্তিনিদের রক্তে হোলি খেলা এই অবৈধ রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী খ্যাত শেখ হাসিনা এর সরকার। এত দিন বাংলাদেশের পাসপোর্ট ইজরায়েল ছাড়া সব দেশে বৈধ থাকলেও এবার ইসরাইলে ও তা বৈধতা পাবে।

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্ট সংশোধনের পরিপ্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল। রবিবার (২৩ মে) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন। তিনি এটিকে অনেক বড় খবর বলে মন্তব্য করেন।

স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। এখন নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।
বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্টে ইসরায়েলের অংশ সংশোধনের পরিপ্রেক্ষিতেই সন্তোষ প্রকাশ করেছে ইহুদী রাষ্ট্র ইসরায়েল। তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

গিলাড কোহেন টুইটার বার্তায় লিখেছেন- ‘অনেক বড় খবর। বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আমরা বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে। এই ব্যাপারে হাসিনা সরকারের তরফ থেকে বলা হয়েছে, তাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি। তবে এমন করার পিছনে মুসলিম বিদেশি হাসিনার অন্য কোনো উদ্দেশ্য অবশ্যই আছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বাংলাদেশের এই পদক্ষেপের পিছনে ভারতের ইসরাইল প্রেমী প্রধানমন্ত্রী মোদি এবং মধ্যপ্রাচ্যের ইসরাইল মিত্র রাষ্ট্রপ্রধানদের হাত আছে বলে মনে করছেন অনেকে।

Latest articles

Related articles