কৃষকদের ডাকা ‘কালা দিবস’ সমর্থন কংগ্রেস, তৃণমূল সহ ১২ দলের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-05-24 at 2.05.28 PM

আগামী ২৬ মে দেশব্যাপী ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। কিষাণ মোর্চার ডাকা এই দেশব্যাপী কালা দিবসকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ১২টি বিরোধী দল।  কৃষকদের দাবী তিনটি আইন বাতিল করতে হবে। কিন্তু সরকার আইন সংশোধনে করব বললেও, বাতিলের প্রস্তাব সায় নেই। এই পরিস্থিতিতে দীর্ঘদিন থেকে কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে দিল্লি সীমানায়।

কৃষকদের এই বিক্ষোভকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে ১২টি বিরোধী দল। চিঠিতে সই করেছেন – কংগ্রেসের সোনিয়া গান্ধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দোপাধ্যায়, সিপিআইমের এর সীতারাম ইয়েচুরি, শিবসেনার উদ্ভব ঠাকরে,  জেডীএস এর দেবে গৌড়া, এনসিপির শরদ পাওয়ার,  এমকে স্টালিন, হেমন্ত সোরেন, ফারুক আবদুল্লাহ, অখিলেশ যাদব, তেজস্বী যাদব এবং ডি রাজা।

এবারের প্রজাতন্ত্র দিবসের দিন (২৬ জানুয়ারি) কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লিতে ট্রাক্টর মিছিল ডেকেছিল সংযুক্ত কিষান মোর্চা। সেই মিছিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক বিক্ষোভকারী অংশ নেন। ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর