
কিছুদিন আগেই জগন্নাথ মন্দিরের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে একটি মন্তব্য করেন, রামকৃষ্ণ দাস মহাপাত্র ওরফে রাজেশ দোয়িতাপতি। তার বক্তব্য ছিল পুরীর জগন্নাথ মন্দির যে কাঠ দিয়ে নির্মিত হয় ঠিক একই কাঠ দিয়ে নির্মাণ করা হয় দিঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ। এই মন্তব্যকে একেবারেই ভালোভাবে গ্রহণ করতে পারেনি জগন্নাথ মন্দিরের পূজারীরা। ঠিক এই কারণেই রাজেশকে জগন্নাথ মন্দিরের কার্যকলাপ থেকে নিলম্বিত করল পুরীর মন্দিরের প্রশাসন কমিটি, শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাসোসিয়েশন।

আগামী ৩০ দিন পুরীর মন্দিরে প্রবেশ করতে পারবেন না রাজেশ। রাজেশকে যদিও এমন মন্তব্যের কারণ প্রদর্শন করার সুযোগ দিয়েছিল পুরীর মন্দিরের প্রশাসন কমিটি। রাজেশের পক্ষ থেকে কোন বিবৃতি প্রদান করা হয়নি। এরপরেই রাজেশের বিরুদ্ধে ৩০ দিনের শাস্তির ঘোষণা করে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাসোসিয়েশন।