Tuesday, April 22, 2025
30 C
Kolkata

কৃষি বিরোধী আইনের প্রতিবাদে সভা মন্ত্রী সিদ্দিকুল্লাহর, সভা মঞ্চ থেকে কটাক্ষ আব্বাস সিদ্দিকীকেও

শারেক হাবিব লস্কর, ডায়মন্ডহারবারঃ কেন্দ্রের কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এদিন মগরাহাটের বিডিও পার্শ্ববর্তী ময়দানে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের নেতৃত্বে চলে গণবিক্ষোভ। এদিনের সভায় থেকে একদিকে যেমন কেন্দ্রের জনস্বার্থ বিরোধী কৃষি বিলের বিরোধিতা করা হয় ঠিক তেমনই কটাক্ষ করা হয় পীরজাদা আব্বাস সিদ্দিকীকে।এদিনের সভায় থেকে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব জানান কেন্দ্রীয় সরকার এই দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকার কৃষকের পেটে ছুরি মেরেছে, তারা খেটে খাওয়া মেহনতী মানুষের খাবার কেড়ে নিচ্ছে, পাশাপাশি তিনি এও জানান ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কাটানোর জন্য আব্বাস সিদ্দিকী বিজেপির থেকে টাকা খেয়ে রাজনৈতিক প্রচারে নেমেছে, কিন্তু তাতে কোন লাভ হবে না। বাংলার মানুষ সঠিক জায়গায় ভোট দেবে, এদিনের সভায় প্রায় শতাধিক এরও বেশি সমর্থকরা কেন্দ্রের জনস্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে এবং এদিনের সভায় থেকেও জানানো হয় আগামী দিনেও এই বিক্ষোভ চলতে থাকবে তাদের।

সিদ্দিকুল্লাহ চৌধুরি আরোও বলেন সামনে নির্বাচন, হাতে সময় নেই, না হলে কলকাতার রাজপথে ৫০০ ট্রাক্টর নিয়ে কৃষি বিল আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে দেখাতাম। রাজ্যে ২৪ শে ডিসেম্বর প্রথম আমরা কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তখন কেউ পথে নামেনি। মগরাহাট ২ নং ব্লকের মগরাহাট হাই স্কুলের মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে কৃষি বিল আইন বিরুদ্ধে গণ বিক্ষোভে যোগ দিতে এসে এমনটাই জানান পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা সভাপতি সিদ্দীকুল্লাহ চৌধুরী।

দক্ষিণ ২৪ পরগণা জেলা জমিয়তে উলামার আহ্বানে মগরাহাট হাইস্কুল মাঠে কেন্দ্রে বিজেপি সরকারের কৃষি বিল আইন তৈরীর বিরুদ্ধে গণ বিক্ষোভ সমাবেশ । এদিন জমিয়তে উলামায়ের ডাকে গণ বিক্ষোভ সমাবেশ ডাকে শিখ সম্প্রদায়ের মানুষ, বেলুর মোঠ রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ সহ বিভিন্ন ধর্মের মানুষ সভায় যোগ দেন।

এদিন গণ বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করেন, বক্তব্যের মাধ্যমে সিদ্দীকুলা চৌধুরী জানান, সরকার দেশের মানুষকে ক্ষতি করার জন্য কৃষি আইন করেছে। সারা দেশের মানুষ কৃষি আন্দোলনে সামিল হয়েছে৷ সেই আন্দোলনে সামিল হতে গাজীপুর সীমান্তে গিয়েছিলাম। সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন না হলে কলকাতার রাজপথে ৫০০ ট্রক্টর নিয়ে কৃষি বিল বিরোধী মিছিল করতাম। পাঞ্জাব , হরিয়ানার মানুষ দেশের মানুষের জন্য ৪০ শতাংশ খাদ্যশষ্য উৎপাদন করে। সিদ্দীকুল্লাহ চৌধুরী জানান, হজ্বের জন্য আরবে গিয়ে দেখি চালের বস্তার গায়ে মেড ইন ইন্ডিয়া,পাঞ্জাব লেখা আছে। বিদেশের বাজারে কৃষকরা আমাদের দেশের নাম উজ্জ্বল করছে, আর সেই কৃষকদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে কেন্দ্র সরকার না মানবো না। শেষ রক্ত বিন্দু দিয়ে লড়ে যাবো ।

Hot this week

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

Topics

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা: ৬ জন আহত, তল্লাশি চালাচ্ছে সেনা-পুলিশের

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র জঙ্গি...

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে...

দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি , দিলীপ ঘোষের নিশারায় শিক্ষা মন্ত্রী

রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বিজেপি...

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

Related Articles

Popular Categories