শিলিগুড়ির প্রতিভা জয়দীপ রায় UPSC কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম ২০২৪-এ সারা ভারতের শীর্ষে অবস্থান করে বাংলার গর্বে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কঠিন ও চ্যালেঞ্জিং এই পরীক্ষায় দেশের সেরা সাফল্য অর্জন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেবও নিজ হাতে তাঁর সংবর্ধনা প্রদান করে শহরের গর্বের নতুন পালক হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন।
জয়দীপ রায়, যিনি শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। মাধ্যমিক পরীক্ষায় ৯৩.৮% এবং উচ্চমাধ্যমিকে ৯৬% নম্বর অর্জনের পর, তিনি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে জিওলজিক্যাল এন্ড আর্থ সায়েন্স বিভাগে ভর্তি হন। পরবর্তীতে, মুম্বাই আইআইটি থেকে অ্যাপ্লাইড জিওলজি বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করে UPSC পরীক্ষায় দেশের শীর্ষ স্থান অধিকার করেন।
তার এই অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায়, জয়দীপ রায় জানিয়েছেন যে, কিছুদিনের মধ্যে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করবেন। এই সাফল্য নিয়ে তিনি গভীর গর্ব অনুভব করছেন এবং শিলিগুড়ির মেয়রের সংবর্ধনা গ্রহণের মুহূর্তটি স্মরণীয় মনে করছেন। তাঁর পরিবার ও শহরের মানুষের উদযাপনে নতুন কর্মক্ষেত্রে প্রবেশের প্রতি উদ্দীপনা প্রকাশ পাচ্ছে।
সাফল্যের এই পথচলা থেকে তিনি নতুন প্রজন্মকে উৎসাহিত করে বলেন, সারাবছর ধরে নিয়মিত ও পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কঠিন পরীক্ষায় সাফল্য অর্জন সম্ভব।