কান্দি পুলিশ প্রশাসন এবং জীবন্তি পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতার বার্তা

 জৈদুল সেখ,কান্দিঃ আবার বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা রাজ্য সরকার সোমবার থেকে বিধিনিষেধ শুরু করলেও বিভিন্ন বাজার হাটে দেখা যাচ্ছিল অসচেতনতার চিত্র। তাই মঙ্গলবার কান্দি পুলিশ প্রশাসন এবং জীবন্তি মহলন্দী ২ পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে জীবন্তি বাজারে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষকে সচেতনতা করার পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদরকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।

 তাছাড়া দূরত্ব বিধি মেনে চলা, অযথা ভিড় না করার জন্য মাইকিং করা হয়।

 কান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “যারা মাস্ক পড়ছে না, এবার থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে “

Latest articles

Related articles