মাত্রাতিরিক্ত দালালি! কঙ্গনার অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

নিউজ ডেস্ক : তিনি মুম্বইয়ের বাসিন্দা। পেশায় রূপোলি পর্দার অভিনেত্রী। বহুদিন ধরে তার ফিল্মি জগতে ব্যর্থতাই সঙ্গী। বঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের চরম পরাজয়ে ভেঙে প্রচণ্ড ক্ষেপেছেন তিনি। তাই আপাতত তাঁর ট্যুইটারে দেওয়াল জুড়ে শুধুই পশ্চিমবঙ্গ নির্বাচনের তরজা। তিনি বিজেপির অঘোষিত প্রচারক এবং কর্মী কঙ্গনা রানাওয়াত।

 

পশ্চিমবঙ্গে ভোট গণনার পর থেকে বিজেপির ক্ষুব্ধ সমর্থকদের থেকে বেশি ক্ষুব্ধ অবস্থায় একাধিক ট্যুইট করেছেন তিনি। তার কোনোটায় বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাবণ’ বলে কটাক্ষ করেছেন গেরুয়া শিবিরের গর্বিত প্রচারক এই অভিনেত্রী। লাগাতার বিদ্বেষ পূর্ণ পোস্টের জেরে সাসপেন্ড করা হল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ট্যুইটার অ্যাকাউন্ট। অভিনেত্রীর করা পোস্টগুলো মাইক্রো ব্লগিং সাইট সংস্থার নীতি লঙ্ঘন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই গেরুয়া শিবিরের তাবেদার অভিনেত্রীর অ্যাকাউন্ট ব্লক হওয়ার খবরে খুশি সবাই। এর আগেও বেশ কয়েকবার একই রকম কারণে এ অভিনেত্রীর একাউন্ট সাসপেন্ড করেছিল টুইটার কর্তৃপক্ষ।

Latest articles

Related articles