এনবিটিভি ডেস্ক: বেআইনিভাবে বালি ঘাট চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি কুলটি পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অজয় প্রতাপ সিং।
রবিবার কাঁকসা থানার পুলিশ তাকে কুলটি থেকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঁকসার বনকাটি এলাকার সাতকাহনিয়া এলাকায় অজয় নদের ঘটে অবৈধ ভাবে বালি ঘাট চালাতেন তিনি। পাশাপাশি ওই এলাকায় তিনি অবৈধভাবে বালি মজুত করে রেখেছিলেন,এমনটাই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।