কন্যাশ্রী প্রকল্পের ২০১৯-২০,এর মন্তেস্বর ডাঃ গৌর মোহন রায় কলেজ সেরা সম্মান এর ও ১৫ই আগস্ট অনুষ্ঠান মন্তেস্বর কলেজে অনুষ্ঠিত হল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200815-WA0116

এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: মন্তেস্বর ডাঃ গৌরমোহন রায় কলেজে কন্যাশ্রী প্রকল্পে ২০১৯-২০এর, মন্তেস্বর ব্লকের সেরা, ও কালনা মহকুমার সেরা, শিক্ষা প্রতিষ্ঠান সম্মান পেল মন্তেস্বর ডাঃ গৌর মোহন রায় কলেজ। পূর্ব বর্ধমান জেলার মধ্যে তৃতীয় স্থান সেরার সম্মান অধিকার করিল কন্যাশ্রী প্রকল্পে, তাই আজ করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যক ছাত্র, ছাত্রী নিয়ে, গত কালের কলেজের কন্যাশ্রী, মন্তেস্বর ব্লকের সেরা ও কালনা মহকুমার সেরা সম্মান পাওয়ার জন্য ,আজ কলেজে 15ই আগস্ট এর সঙ্গে কন্যাশ্রী অনুষ্ঠান করলেন মন্তেস্বর কলেজ কর্তৃপক্ষ । অধ্যক্ষ বসন্ত খামরুই জানান এই সম্মান কলেজের মর্যাদা আরো বৃদ্ধি করবে।এই দিন কলেজের কন্যাশ্রী ছাত্রীরাই পূর্ব বর্ধমানের জেলাশাসক এর কাছ থেকে পুরস্কার সংসাপত্র সংগ্রহ করে। ২০১৯-২০বর্ষে ছয়শো চার জন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ। কলেজের ছাত্র ইউনিয়নের প্রতিনিধি সালেম খান বলেন আমাদের কলেজের এই কন্যাশ্রী প্রকল্পের সেরা সম্মানের জন্য আমরা খুব গর্বিত ও খুশি এই সম্মান আমরা বজায় রেখে ,আগামী দিনে আমারা পরীক্ষার ফলাফল ভালো করে কলেজ কে জেলার মধ্যে সেরা সম্মানের জাগায় নিয়ে যাব। কলেজের কন্যাশ্রী প্রাপ্তির এক ছাত্রী অঙ্কিতা সামন্ত বলে এই আনন্দ আমাদের কাছে, দেশ স্বাধীন এর মত আনন্দ। কিন্তু আমাদের আনন্দ আজ উপভোগ করতে দিচ্ছে না এই করোনা নামক ভাইরাস জীবাণু।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর