সালমান-রণবীরের পক্ষ থেকে বিয়েতে বহুমূল্য উপহার পেলেন ক্যাটরিনা

 

সালমান খান এবং রণবীর কাপুর। দু’জনেই তাঁর প্রাক্তন। তাঁরাই ক্যাটরিনাকে বিয়েতে বহুমূল্য উপহার দিয়ে চমকে দিলেন। আপাতত টিনসেল টাউনে সবার মুখে মুখে ঘুরছে এই উপহারের কথা। কে কী দিলেন?

 

শোনা যাচ্ছে সালমন নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনাকে।

 

২ কোটি ৭০ লাখের একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন রণবীর তাঁর প্রাক্তনকে।

 

রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া আবার ক্যাটরিনার বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে বিয়েতে কয়েক লাখ টাকার সুগন্ধি উপহার দিয়েছেন তিনি।

 

এদিক থেকে দেখতে গেলে শাহরুখ খান বেশ হিসেবী! তিনি নাকি নব দম্পতিকে বিয়েতে দেড় লাখের পেইন্টিং উপহার দিয়েছেন।

 

ক্যাটরিনার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক। তবে বিয়েতে তিনি উপহার দিয়েছেন ভিকি কৌশলকে। শোনা যাচ্ছে প্রায় লাখ তিনেকের BMW G310R উপহার দিয়েছেন তিনি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Latest articles

Related articles