খানাকুলে একটি গ্রামীণ হাট এর উদ্বোধন করলেন শান্তনু ব্যানার্জি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201123-WA0005

এনবিটিভি ডেস্ক: খানাকুল কিশোরপুর ১ গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত গ্রামীণ হাট এর শুভ উদ্বোধন করলেন শ্রী শান্তনু ব্যানার্জী(মাননীয় কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য ও পরিবেশ, হুগলি জেলা পরিষদ)। তিনি বলেন, রাজ্যে ‘মা মাটি মানুষের’ সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর গ্রাম থেকে শহর বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার এসেছে , মানুষের ন্যুনতম চাওয়া পাওয়ার দিকে তিনি নজর রেখেছেন‌। তাই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ এই গ্রামীণ হাট এর উদ্বোধন করা হলো। এই হাটে চাষিরা সরাসরি তাদের উৎপাদিত সবজি ন্যায্যমূল্যে বেচতে পারবেন। এবং এলাকার মানুষ সস্তায় সবজি কিনতে পারবে।

নতুনহাট উদ্বোধন হাওয়াই উচ্ছ্বাসিত এলাকার মানুষ আগে এলাকার মানুষকে নিত্যপ্রয়োজনীয় সবজি ক্রয় করার জন্য অনেকটা দূরে যেতে হতো। এবার এলাকায় হাট হয়ে সময় এবং খরচ দুটোই বাঁচবে বলে মনে করেছেন এলাকার মানুষ।

উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ মন্ডল(মাননীয় সমষ্টি আধিকারিক, খানাকুল ১) শ্রী অসিত সিংহ রায় (মাননীয় মেন্টর, হুগলি জেলা পরিষদ), শ্রী নাইমুল হক(মাননীয় সহ-সভাপতি, খানাকুল ১নং পঞ্চায়েত সমিতি), সন্দীপ বর(মাননীয় প্রধান, কিশোরপুর ১নং গ্রাম পঞ্চায়েত) স্থানীয যুব নেতা সেখ লাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর