খিবড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বিভিন্ন প্রকল্পের শুভ সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201005-WA0045

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম) : ধলাই বিধানসভা সমষ্টির বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আওতাধিন এলাকায় ৬৩ লক্ষের ও অধিক ব্যায় সাপেক্ষে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শুভ সূচনা করলেন রাজ্যের মীন, আবগারি, বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে লোহারবন্দ জিপি এলাকায় চতুর্দশ অর্থ কমিশনের অধিনে লোহারবন্দ পিডব্লিউডি রাস্থা থেকে ফুলমনি এলপি স্কুল পর্যন্ত প্রথম কিস্থিতে ৮ লক্ষ ৫১ হাজার ৮৮৪ এবং দ্বিতীয় কিস্থিতে ৬ লক্ষ টাকার সিসি ব্লকের রাস্থার কাজের সুচনা করেন মন্ত্রী শুক্লবৈদ্য। তারপর, বিলাইপুর পিডব্লিউডি রাস্থা থেকে মসজিদ পর্যন্ত রাস্থা সহ কার্লভার্টয়ের ৩ লক্ষ টাকার ব্যায়ের সূচনা,২ লক্ষ ৩০ হাজার টাকার ব্যায় সাপেক্ষে কমিউনিটি হল, বিলাইপুর পিডব্লিউডি রাস্থা থেকে খাসিয়া পুঞ্জি এলপি স্কুল পর্যন্ত দ্বিতীয় কিস্থির প্রথম পর্বের ৬ লক্ষ ৩ হাজার ৪২১ টাকার ব্যায়ে এবং দ্বিতীয় পর্বের ৭ লক্ষ টাকার ব্যায় সাপেক্ষে সিসি ব্লকের রাস্থার কাজের সুচনা, ১ লক্ষ ৯৭ হাজার ৪৪৪ টাকার ব্যায় সাপেক্ষে কমিউনিটি প্রস্বাবাগারের উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য লোহার জিপির অধীনে। তারপর,বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ৩ লক্ষ টাকার ব্যায় সাপেক্ষে নয়াবিল জিপিতে মোহনলাল এমিই স্কুলের কার্লভার্টয়ের সূচনা করেন। চতুর্দশ অর্থ কমিশনের অধিনে দাবি জিপিতে ৫ লক্ষ ২১ হাজার ২৪৮ টাকার ব্যায় সাপেক্ষে পুরান বেলিনি কালি মন্দির থেকে এলপি স্কুল হয়ে সিতারাম রবিদাসের বাড়ি পর্যন্ত সিসি ব্লকের কাজের উদ্বোধন, ৯ লক্ষ টাকার ব্যায় সাপেক্ষে দার্বি ঝর্না থেকে আলি আহমেদ মজুমদারের বাড়ি পর্যন্ত দ্বিতীয় কিস্থির প্রথম পর্বের সিসি ব্লকের রাস্থা সূচনা, ৪ লক্ষ টাকার ব্যায়ে দার্বি ঝর্না থেকে খিরধর গোয়ালার বাড়ি পর্যন্ত দ্বিতীয় কিস্থির প্রথম পর্বের রাস্থার কাজের সুচনা, ৪ লক্ষ টাকার ব্যায়ে সন্তোষ ধারিকার বাড়ি থেকে মুন্না মিয়ার বাড়ি পর্যন্ত দ্বিতীয় কিস্থির প্রথম পর্বের রাস্থার কাজের উদ্বোধন এবং ৩ লক্ষ ৪২ হাজার টাকার ব্যায় সাপেক্ষে মানিকলাল সতনামি বাড়ি থেকে সনত রবিদাসের বাড়ি পর্যন্ত রাস্থার কাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।

উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, ধলাই সমষ্টির উন্নয়নে কিঞ্চিৎ মাত্র ত্রুটি করবো না। তিনি বলেন যে,বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এবং সর্বানন্দ সনোয়াল সরকারের কঠোর পরিশ্রম এবং বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্যই আজ ধলাই সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইছে। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় জিপি প্রতিনিধিদের নির্দেশ দেন যে উদ্বোধন হওয়া এবং যে গুলো কাজ চলছে সেই কাজ গুলো যাতে সঠিক ভাবে উন্নত মানের হয়। ঠিক সেই ভাবে তিনি স্থানীয় লোকদেরকেও নির্দেশ দেন কাজগুলো দেখাশুনার করা জন্য। এদিনের উদ্বোধনি অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষী রাণি যাদব, তিনি বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকার শুধু কথা বলে না কাজ করে দেখায়। তিনি বর্তমানের আসাম সরকার এবং ধলাই সমষ্টির বিধায়াক তথা আসাম সরকারের মীন আবগারি বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের জন্যই আজকে ধলাই সমষ্টির অনেক পিছিয়ে পড়া এলাকায় আলোর বন্যা বইছে। যা বিগত দিনের সরকারে কিঞ্চিৎ মাত্র হয়নি৷ তিনি বর্তমান আসাম সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন এবং সবাইকে বিজেপি সরকারের উপর আস্থা রাখার অনুরোধ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়জালেঙ্গা খন্ড উন্নয়নের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবুধ দাস, বিজেপি বড়জালেঙ্গা সাধারণ সম্পাদক বিষনু দয়াল গোয়ালা, কাছাড় জেলা যুব মোর্চার মিডিয়া ইনচার্জ মোহিতোষ তান্তি, লোহারবন্দ জিপির সভাপতি ব্রজনাথ চক্রবর্তী, দার্বি জিপির সভাপতি, নয়াবিল জিপি সভাপতি সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর