আইপিএল বন্ধের পরও করোনা আক্রান্ত নাইটদের উইকেটরক্ষক

করোনা আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম সেইফার্ট। এ বারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন তিনি। করোনা সংক্রমিত হওয়ার ফলে স্পেশাল বিমানে উঠছেন না তিনি। আপাতত ভারতেই থাকতে হচ্ছে সেইফার্টকে।

এই মুহূর্তে আমদাবাদে আলাদা রয়েছেন সেইফার্ট। সেখান থেকে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। সেখানকার একটি হাসপাতালে রাখা হবে সেইফার্টকে। বিমান ধরার আগে তাঁর ২ বার করোনা পরীক্ষা করা হয়। সেখানে ফল পজিটিভ আসে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় মৃদু উপসর্গ রয়েছে সেইফার্টের। এর আগে ১০ দিনে ৭ বার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছিল নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষকের।

উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হন নাইট রাইডার্সের সন্দীপ ওয়ারিয়র ও বরুণ চক্রবর্তী। এরপর ঋদ্ধিমান ও অমিত মিশ্র আক্রান্ত হন। একের পর ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় আইপিএল।

Latest articles

Related articles