ঘোড়ার গাড়িতে বাইক চাপিয়ে অভিনব প্রতিবাদ কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n29566894004abaf630a4e1ebca08ea31e3627656b631b33c690547e4662361c7bdcfbaf56

পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, এবার ঘোড়ার গাড়িতে মোটরসাইকেল চাপিয়ে অভিনব বিক্ষোভে নামলেন নদীয়া কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ। কৃষ্ণনগর সদরের মরে একটি বেসরকারি পেট্রলপাম্পের সামনে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখায় তারা।উল্লেখ্য এই প্রথম বাংলায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দাম আকাশছোঁয়া।এর আগেও পেট্রোল এবং ডিজেলের অগ্নিমূল্য দল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তীব্র আক্রমণ করেছে দেশের কেন্দ্র সরকারকে।

এদিন নতুন করে আবারও দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে একরাশ ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের দাবি পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে লকডাউনের মধ্যে প্রতিটি দ্রব্য দাম আকাশছোঁয়া হয়েছে।

এক এই লকডাউন এর কারণে মানুষ কাজ হারিয়ে আর্থিক সঙ্কটে ভুগছে। এই অবস্থায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য ধর হওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। সেই কারণেই তাদের দাবি অপদার্থ বিজেপি সরকারের প্রধানমন্ত্রী অবিলম্বে সর্বাধিক সেই দাবি জানিয়েছে তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর