সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: রানাঘাট স্টেট ব্যাংকের এক গ্রাহকের NRI অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ৮লক্ষ টাকা। ব্যাংকের গাফিলতির অভিযোগ তুলে থানায় দারস্থ ওই গ্রাহক।
জানা গিয়েছে, নদীয়ার ধানতলা থানার কামালপুর পূর্ব ন পাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ আশালতা রায়। কর্ম সূত্রে ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন আর প্রতি মাসে স্টেট ব্যাংকের রানাঘাট শাখায় থাকা NRI সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। মঙ্গলবার আশালতা রায় ব্যাংকে গিয়ে তার পাসবই আপডেট করলে দেখতে পান অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা উধাও। অভিযোগ এই বিষয়ে ওই গৃহবধূ প্রথমে ব্যাংক ম্যানেজারকে জানালে তিনি কোনো সাহায্য করেননি।
এরপরই রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশালতা দেবী। গৃহবধূর দাবি বহু কষ্টে করে দীর্ঘদিন ধরে ওই টাকা জমা ছিলেন।প্রশাসনের কাছে দাবি করেন অবিলম্বে গোটা ঘটনার তদন্ত শুরু হোক আর তার খোয়া টাকা ফিরত পাওয়ার ব্যবস্থা করুক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন রানাঘাট থানার পুলিশ।