পুলিশের উপর নজরদারি চালাবে পুলিশ! শুনতে অবাক লাগলেও এটাই করছে লালবাজার। রাতের শহরে পুলিশের উপর জোরকদমে নজরদারি চালাবে লালবাজার। একাধিক অভিযোগ রয়েছে রাতে কর্তব্যরত পুলিশদের উপর। ঘুষ নেওয়া যার মধ্যে প্রধান। এর ফলে রাতের শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
শহরে অপকর্ম করা কিংবা মাদক পাচারকারীরা সামান্য ঘুষ দিয়েই পালাতে চায় কিংবা নিজেদের কাজ করতে চায়। তাতে কোনও পুলিশ অফিসার মদত দিচ্ছে কিনা কিংবা অর্থ নিয়ে কোনও কাজ করছে কিনা সন্ধান চালাবে লালবাজার।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে কর্তব্যরত পুলিশকর্তাদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পুলিশ কর্মীরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে কাজ করবে যেখানে সিসিটিভি রয়েছে। এক্ষেত্রে তাঁদের প্রত্যেকটি কার্যকলাপের উপর নজরদারি চালানো যাবে। পরীক্ষামূলকভাবে শহরের কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে, আপাতত লালবাজারের আশেপাশের এলাকায় চালানো হবে এই নজরদারি। পেট্রোলিং গাড়ি, পুলিশ কর্মী কিংবা সার্জেন্টদের উপর এই নজরদারি চলবে। এইভাবে ঘুষ নেওয়া বেআইনি। কেউ সিসিটিভিতে ধরা পড়ে গেলেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লালবাজার।
নজরদারি চালাবেন যুগ্ম কমিশনার (হেড কোয়াটার) এবং যুগ্ম কমিশনার (ট্রাফিক), এর ফলে কোথায় দুর্ঘটনা ঘটলে সেখানেও দ্রুত পৌঁছানো যাবে। আগে চিন্তাভাবনা করা হয়েছিল আলাদা বিভাগ থেকে এই নজরদারি চালানোর ব্যাপারটি দেখা হবে কিন্তু আপাতত লালবাজারের কন্ট্রোল রুম থেকেই আলাদাভাবে এই নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।