মহারাষ্ট্রের লাতুর জেলায় এক সাংবাদিককের নামে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। জানা গিয়েছে, আমির পাঠান নামক এক ৩০ বছর মুসলিম যুবককে রাস্তায় মারধর ও গালিগালাজ করে এই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে ৩ মে।
ওই সাংবাদিক আমিরকে ‘পাকিস্তানি না কাশ্মিরি’ বলে জেরা করে এবং এই ঘটনাটির ভিডিওও করে। পরে ওই মুসলিম যুবক মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘটনার পরদিন (৪ মে) বাড়িতে আত্মহত্যা করেন। জানা গিয়েছে আমির একটি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন।
তার স্ত্রী সামরিন পাঠান পুলিশে অভিযোগ করেন। ৫ মে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যায় উসকানি দেওয়ার মামলা করে। তবে পরিবারের দাবি, তারা সাংবাদিকের নাম ও গাড়ির নম্বর পুলিশকে দিয়েছেন।
বাড়ির লোক জানিয়েছেন আমিরের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে যেতে তিনি আরও মানসিক ভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যা করেন।