আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে ছেলেখেলা বন্ধ হোক, জেলা শাসককে ডেপুটেশন AIMIM- এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210906_163509

নিজস্ব প্রতিবেদকঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে নেমে পড়েছে AIMIM (অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন)। আজ‌ দঃ ২৪ পরগণা জেলাশাসক অফিসে ডেপুটেশন দেন AIMIM এর প্রতিনিধিদল। অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক বরাদ্দ প্রদানের সঙ্গে সঙ্গে যাবতীয় জটিলতা যাতে সাবলীল ভাবে নিরসন করা হয় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে টালবাহানা বন্ধ হোক। ছাত্রদের পড়াশোনা ব্যাহত হলে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন ছেড়ে কথা বলবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে AIMIM।

এদিন উপস্থিত ছিলেন AIMIM রাজ্য নেতা ইমরান সোলাঙ্কি ও সাবির এস. গাফফার। এবং দক্ষিণ বঙ্গ AIMIM এর সাধারণ সম্পাদক সেখ সেলিম, কোষাধ্যক্ষ আজিজ আল হাসান, যুগ্ম সম্পাদক দিল‌ওয়ার, কুতুব‌দি্ন প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর