রাজনৈতিক দলের নেতাদের অবিরাম সংগ্রাম করতে দেখা যায়। কিন্তু সেই সংগ্রাম সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দুর করার জন্য নয়। তাদের সংগ্রাম হচ্ছে কিভাবে একটা দলকে সরিয়ে আর একটাকে গদিতে বসানো যায়। আর তার জন্যই অবিরাম কসরৎ করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর সাধারণ মানুষ তাদের দুঃখ দুর্দশা দুর করতে নিজেরাই সংগ্রামরত।
এদিন আসানসোল কর্পোরেশনের ৭২ নম্বর ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন জিটি রোডে সাধারণ মানুষের পথ অবরোধ করতে দেখা যায়। জানা যায়, মূলত জিটি রোডের রাস্তায় বেহাল অবস্থার প্রতি প্রশাসনের নজরে আনার জন্যই এই প্রতিবাদ। এবিষয়ে দীর্ঘ কয়েকমাস ধরে প্রশাসনকে জানানোর পরও কোনরকম সুরাহা না পেয়ে তারা রাস্তা অবরোধের ডাক দেয়। এই খবর পেয়ে ঘটনস্থলে আসেন এলাকার বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি এবং কুলটি থানার পুলিশ। প্রায় একঘন্টার পথ অবরোধ চলাকালীন উজ্জল চাটার্জী পিডাবলুডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। অবশেষে রাস্তা মেরামতের আশ্বাস পেলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।