আগামী বছরও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক না হলে বিকল্প কি হবে জানাল পর্ষদ



এনবিটিভি ডেস্ক ঃচলতি সপ্তাহে মাধ্যমিক টেস্ট-এর সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে নভেম্বর ও ডিসেম্বর মাসে টেস্ট পরীক্ষা নেবে স্কুল গুলির সুভিধা মতো। শিক্ষা মহলে জোরকদমে চর্চা, আবার স্কুল বন্ধ হয়ে যাবে না তো? তাহলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কিভাবে হবে। অন্যতম সমাধান টেস্ট পরীক্ষা। যদি একান্তেই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব না হয়, তাহলে টেস্টে পাওয়া নাম্বারের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর।

আগামী ২০২২-এ ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হবে মাধ্যমিক এবং ২ এপ্রিল থেকে শুরু উচ্চমাধ্যমিক ও ২০ এপ্রিলে শেষ হবে। উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের টেস্ট হবে এবং দু-দিনের মধ্যে স্কুলগুলির সূচী জানিয়ে দেব। টেস্টের প্রশ্ন ছাপানো, খাতা দেখা এবং প্রত্যেক পরীক্ষার্থীর খাতা পত্র গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের। কোভিডের কারনে মাধ্যমিক না হলে মূল্যায়ণে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সংসদ থেকে উচ্চমাধ্যমিক প্রাকটিক্যালের কোন প্রশ্ন স্কুলে যাচ্ছে না। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া নম্বর দেওয়ার দায়িক্ত স্কুলের। মূল্যায়নের পর স্কুল গুলি নম্বর পাঠাবে সংসদে। সংসদের এক আধিকারিক জানিয়েছেন, কবে টেস্ট পরীক্ষা হবে আমরা স্কুলের চাপিয়ে দেবোনা ওদের সুভিদা মতো পরীক্ষা নেবে।

উল্লেখ্য, করোনার বাড়াবাড়ি না হলে আগের মতোয় পরীক্ষা হবে খাতা-কলমে। উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীর নিজের স্কুলে হবে এবং মাধ্যমিক পরীক্ষা যেমন হত তেমনি হবে।

 

Latest articles

Related articles