এনবিটিভি ডেস্কঃ আজ হিজরি সনের ১২ ই রবিউল আউওয়াল । আজ এই দিনে বিশ্ব নবী হজরত মহাম্মাদ (সঃ)এঁর জন্ম দিবস হিসাবে সারা বিশ্বে মুসলিম উম্মাহ পালন করে থাকেন। তাই তারা মনে প্রানে বিশ্বাস করে সকল ঈদের সেরা ঈদ, ঈদ-এ মিলাদুন্নবী। বিশ্বনবীর আগমণ দিবস। গোটা বিশ্বের পাশপাশি আজকের এই দিনটি পালন করলেন জলঙ্গি ব্লকের কির্তনিয়াপাড়া মদিনা বাগ জুনিয়র মাদ্রাসা ও গোটা জলঙ্গিবাসি।জুলুস ও তবারক বিতরণের মধ্যে দিয়ে পালিত হলো ঈদ-এ মিলাদুন্নবী।

এই দিন মাদ্রাসার পক্ষ থেকে মিছিল বের করেন কীর্তনীয়াপাড়া, মধুবোনা, চোয়াপাড়া, দুর্লোভেরপাড়া, জলঙ্গি, জোড়তলা, সাহেবরামপুর, উত্তরপাড়া কীর্তনীয়াপাড়া হয়ে কীর্তনীয়াপাড়া মদীনা বাগ জুনিয়র মাদ্রাসা আসেন।পরে সকলে মিলে বনভোজন করেন মাদ্রাসা প্রাঙ্গনে।এদিনে বিশ্ব নবী হজরত মহাম্মাদ (সঃ)এঁর জন্মদিনের মাধ্যমে ইসলাম যে শান্তির ধর্ম সেই বার্তা দেন মওলানা সাহেব।ইসলাম যে শান্তির পতাকা বাহি তার উদাহারন তুলে ধরেন।