রতুয়ায় বৃষ্টিতে ভিজে বিশ্ব নবী(সঃ)-এঁর জন্ম দিবস জুলুশে অংশগ্রহণ মুসলিম সম্প্রদায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-10-19 at 7.58.23 PM

এনবিটিভি ,মালদা : নিম্নচাপের জেরে শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি সেইমতো সোমবার বিকাল থেকে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি মঙ্গলবারও লাগাতার বিক্ষিপ্ত বৃষ্টি আর সেই বৃষ্টিতে ভিজে বিশ্ব নবী(সঃ)এঁর জন্ম দিবস উপলক্ষে জুলুশ করতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের পুরুষদের।

নবী(সঃ)এঁর জন্ম দিবস অর্থাৎ ফাতিয়া দোয়াজ দাহাম উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই করোনা আবহের কারনে মুখে মাক্স পরে রতুয়ার বিভিন্ন এলাকায় জুলুস বের করতে দেখা যায় । তবে এবার করণা মহামারীকে মনে রেখে রতুয়ার মসজিদ কমিটি গুলো জুলুসে জনসংখ্যা প্রতিবছর চাইতে অনেকটাই কমিয়েছে ।

এদিন নবীজির জন্ম দিবস উপলক্ষে রতুয়া এলাকার সবজি পাড়া,মমিন পাড়া,ডাকবাংলা মমিনপারা,মুসলিম সম্প্রদায়ের মানুষের ছোট ছোট জুলুসের মাধ্যমে প্রথমে রতুয়া থানার ফুটবল ময়দানে জমা হন ।পরে এক সুসজ্জিত জুলুসের মাধ্যমে রতুয়া বিভিন্ন এলাকা পরিক্রমা করে এলাকা পরিক্রমা করে । সর্বশেষে রতুয়া থানা মাঠে দোয়া পাঠের মাধ্যমে মিলাদুন্নবী শেষ হয় । এদিন মিলাদুন্নবী সুশৃংখলভাবে সম্পন্ন করতে জুলুস থেকে কে শুরু করে রাস্তার মোড় গুলোতে মোতায়েন ছিল রতুয়া থানার পুলিশ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর