মালদার কালিয়াচকের নার্সিংহোম কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। মৃত্যুর পরেও চিকিৎসা করা হলো মহঃ সাকিরুল ইসলামকে। মানিকচক গোলাপুর এলাকার এলাহিটোলা গ্রামের বাসিন্দা মহঃ সাকিরুল ইসলাম। জানা যাচ্ছে, সুজাপুরের জাতীয় সড়কের পাশে একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। তার মৃতদেহ ময়নাতদন্তে জানা যায়, অস্ত্রোপচারের পর মৃত্যু হয় সাকিরুলের। তারপরেও আইসিইউ তে ভর্তি রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিনয় করা হয়, শুধুমাত্র অর্থমূল্য বাড়ানোর উদ্দেশ্যে।

এরপরে পরিবারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমের পরিষেবা নিয়ে কালিয়াচকের সাধারণ মানুষ যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে।