গোলাম হাবিব, মালদা: প্রায় 500 পরিবারকে 500 করে নগদ টাকা ও খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে বিরনগরের গঙ্গায় ভাঙ্গনরত অসহায় মানুষদের পাশে দাঁড়ালো Malda United Private School Association। এদিন সংগঠনের সম্পাদক আতিকুর রহমান, সভাপতি আমিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ এজাবুল হক জানান, শিক্ষার সাথে সাথে মানবতা বজায় রাখতে এই ধরনের যে কোনো দুর্যোগে বিপর্যস্ত মানুষদের জন্য তাঁরা সবসময় প্রস্তুত আছেন।
Related articles