মালদার মানিকচকের এনায়েতপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি নির্মাণাধীন জলাধারে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শ্রমিক। মৃত শ্রমিকের নাম আবিদ সেখ (৪০), তিনি সুজাপুরের বাখরপুর এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, কাজের সময় আবিদ সেখ জলাধারের উপরে উঠছিলেন এবং সেই সময় হঠাৎ পা ফসকে তিনি উপর থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা ও সহকর্মীরা ছুটে আসেন, তবে ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর অন্যান্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।