আগামী মাসে থাইল্যন্ডে অনুষ্ঠিত হতে চলা এলিক্সির এশিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন মালদার মেয়ে মধুপর্ণা হোড়। তার বাড়ি ইংরেজবাজারের বাঁশবাড়ি এলাকায়। মধুপর্ণার বাবা দিলীপ হোড় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। দীর্ঘদিন ধরে তিনি সমাজ সেবায় যুক্ত। তার ছোট মেয়ে মধুপর্না ইংরেজিতে এম এ পি এইচ ডি করার অপেক্ষায়। ছোট থেকেই মধুপর্ণা সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে ছিল। কলকাতা ও দিল্লির বিভিন্ন শো তে হেঁটে খ্যাতি লাভ করে মধুপর্না, চোখে পড়ে যায় বলিউডের নায়ক তুষার কাপুরের। এইবার তার লক্ষ্য থাইল্যন্ডে আরো প্রায় কুড়িটি দেশ থেকে আসা সুন্দরীদের পিছনে ফেলে শিরোপার মুকুট নিজের মাথায় পরা।

থাইল্যন্ডের এলিক্সির এশিয়া সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন মালদার মেয়ে মধুপর্ণা
Popular Categories