দিলীপ ঘোষকে নবান্নে চায়ের আমন্ত্রণ জানালেন মমতা

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা সর্বজন বিদিত। বিরোধীদের সঙ্গেও আলাদা করে রাজনৈতিক মঞ্চ ছাড়া দেখা হলে বরাবর ভালো ভাবেই কথা বলেছেন তিনি। রাজভবনে চা চক্রে দিলীপ ঘোষের সঙ্গে দেখা হওয়ার পর তাই তাঁকে নবান্নে নিমন্ত্রন করলেন তিনি। একইসঙ্গে প্রশংসা করলেন তাঁর রোজ সকালে মর্নিং ওয়াকের।

শোনা গেছে, রাজভবনে আয়োজিত স্বাধীনতা দিবসের চা-চক্রে উপস্থিত ছিলেন বিজেপির দিলীপবাবু, তথাগত রায় এবং শুভেন্দু অধিকারী। সেদিন দিলীপবাবু এবং তথাগতবাবুর সঙ্গে সৌজন্য বিনিময় করলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনোরকম বার্তালাপের পথে হাঁটেননি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপবাবু জানান তিনি, মু্খ্যমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ। এই প্রথম তাঁকে সম্বোধন করে ডেকে, প্রাতর্ভ্রমণ, শরীরচর্চা, খাওয়াদাওয়া সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান নবান্নে চায়ের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি মমতা বন্দোপাধ্যায় নিজের বাড়ির কালীপুজোয় আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন দীলিপবাবু।

Latest articles

Related articles