আব্বাস কে বাচাল ছেলে বলে কটাক্ষ মমতার

নিজস্ব সংবাদদাতা: আব্বাস ফুরফুরা কেউ নয়, একটা বাচাল ছেলে। কোচবিহারের দিনহাটায় নির্বাচনী প্রচারে গিয়ে আব্বাস কটাক্ষ করে বসলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “ওরা হিন্দু মুসলিম করে ভোট ভাগাভাগি করছে। একদিকে বিজেপি ভোট হিন্দুভোট চাইছে আর ওরা মুসলিম চাইছে। আমি হিন্দু মুসলিম বুঝিনা।আমি নিজেই ব্রাহ্মণ তারপরও হিন্দু মুসলিম করিনা। আপনারা উন্নয়ন দেখে আমাকে ভোট দেবেন!”

Latest articles

Related articles