এনবিটিভি: আজ, শিলিগুড়িতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়িতে পদযাত্রা করবেন তিনি। দলীয় সূত্রে খবর, শহরের দার্জিলিং মোড় থেকে এই পদযাত্রা শুরু হবে। মমতার পদযাত্রা নিয়ে জোর প্রস্তুতি চলছে সর্বত্র। প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বিকেলে সেখানে যান, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী সুস্মিতা সেনগুপ্তও। তৃণমূলের দাবি, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
পদযাত্রা শেষ করে হাসমিচক থেকেই মমতার সরাসরি বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার কথা। গোটা সফরসূচি নিয়ে জেলা নেতৃত্বর সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সারেন চন্দ্রিমাদেবী। পরে স্থানীয় তৃণমূল মহিলা নেতৃত্বকে নিয়ে তিনি শিলিগুড়িতে দলীয় অফিসে বৈঠকে করেন। রবিবারের পদযাত্রা সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।