
কলকাতার বড়বাজার এলাকার মেছুয়া ফলপট্টির রিতুরাজ হোটেলে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে। সেই হোটেলের এক আবাসিক ওড়িশা থেকে ঘুরতে আসেন, নেহা আগরওয়াল ও তাঁর পরিবার এবং অল্পের জন্য প্রাণ রক্ষা পান।
সেদিন রাতেই তাদের বাড়ি ফেরার কথা ছিল। ঠিক চেক আউটের সময় নেহার কাছে ফোন আসে—আগুন লেগেছে! তখন পাঁচতলার ঘরে ছিলেন নেহা, তার স্বামী আকাশ এবং ভাইপো লোকেশ। দরজা খুলতেই দেখতে পান, করিডর ধোঁয়ায় ভরে গেছে। উপায় না দেখে ঘরের টয়লেটের জানলা ভেঙে পাঁচতলার কার্নিসে উঠে দাড়ান তারা। প্রায় দুই ঘণ্টা কার্নিসে দাড়িয়ে ছিলেন তিনজন। পরে দমকল এসে তাদের উদ্ধার করে।
ঘটনায় হোটেলের ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন প্রায় আট ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে।